Wednesday, October 4, 2017

বিহঙ্গমা



শ্বেত আকাশটা ফ্যাকাশে লাগে প্রায়ই
যেন বিবর্ণ অসারতা দিগন্তপ্রসারী।
কালচে ভাবনার অশরীরী অবয়ব ভেঙে
ঠিকরে বেরোয় কিছু আস্ফালন,
পরমাত্মার কাছে আত্মসমর্পণ অমোঘ।
বসন্তের লোহিত রোদ নিষ্কাম ভিরুতায়-
গুচ্ছ গুচ্ছ ফুলের সমাহারে নৈবেদ্য আর্তি।
তবু রাত্রি জাগে, সময়ের উষ্ণ অভিসারে
প্রেমহীন নগরীর মাংশল যোনী ফুঁড়ে।
রজনীর বিষম ক্রোধে বিকট অন্ধকার
আহত বিহঙ্গমা থেমে যায় সবশেষে ।

No comments:

Post a Comment