Monday, April 4, 2016

রক্তাক্ত আর্তনাদে



রক্তাক্ত আর্তনাদে বিষাদের বিহ্বল ক্রমশ নীল হয় ফেনিল সমুদ্রের বিস্তৃতির মতো,
রক্তের লাল কণিকারা ছড়িয়ে আছে নির্মম শহরের আনাচে কানাচে, মধ্যবিত্তের
নিত্ত সমরে, জীবনের ভাঙ্গা তরি নিমজ্জনে যায় অতল অন্ধকারের নিঠুর গহীনে।
তনুদের মৃত্যু সময়ের ক্যালেন্ডারে বার বার ফিরে আসে সভ্যতার নির্লজ্জতায়,
নামের বদল হয়, দেহের বদল হয়, ধর্ষকরা বদলায় না। তাই ইয়াসমিন থেকে তনু
ধর্ষকামী লালসার নিত্য বলি। নিয়মের শৃঙ্খলে গড়া মুমূর্ষু প্রতিবাদ আজো।
সংস্কারের ভারে ন্যুজ সভ্যতারা গড়াগড়ি খায় সময়ের ধুলোয়, অসভ্যতার পদাঘাতে।

No comments:

Post a Comment