Sunday, January 24, 2016

সময়ের বিষাদময় ভস্মগুলি




গাঢ় রাত্রির নিথর মৌনতায় সেই সুর বাজে
যে সুর গ্রথিত রয়েছে অনন্তকাল স্মৃতিময় চিত্তের গহীনে,
কিছুটা বিষাদ কিছুটা প্রেমের সাক্ষ্য হয়ে আজো
হৃদয়ে লালিত অম্লান। পড়ন্ত বিকেলের গোধূলির আলিঙ্গনে
কিংবা শুভ্র ভোরের স্নিগ্ধ আবেশে কোমল সূর্য হয়ে প্রেম
ছুঁয়ে যেত হৃদয়ের প্রতিটি অঙ্গন, মাছরাঙার রঙ্গে কবিতা
জমত ঢের, কখনো রাত্রির নিঝুম একাকীত্ব ম্লান হত
তোমার উষ্ণ স্পর্শে, গোপন চাহনির অনিমেষ অভিসারে। 

আজ শুধু বিষাদটুকুই অবশিষ্ট আছে পুড়নো ঘাটের বুকে
সবুজাভ শ্যাওলার মত, কখন জড়িয়ে গেলাম ভুলের
অজানা অধ্যায়ে, নিজেকে সঁপে দিয়ে সময়ের সান্ত্বনায় ।
সময় আমাকে প্রেমিকার উষ্ণ ঠোঁটের প্রেমিক হতে দেয়নি,
বিষাদের তৃপ্ত অভিসারে কবি হয়েছি দুঃখ ফেরি করে। 

রাত্রি বাড়ে, নিকোটিন জড়ানো দীর্ঘশ্বাসগুলো আছড়ে পড়ে
রাত্রির বুকে, আরও একটি অন্ধকারে নিমজ্জনের অপেক্ষায়
নির্জন এই রাতে তুমি উষ্ণতা বিলিয়ে যেও বর্তমানকে,
আমি আর অ্যাশট্রে পড়ে থাকি হেলায়, বুকে জমা থাকুক
দগদগে ক্ষত আর সময়ের বিষাদময় ভস্মগুলি ।

No comments:

Post a Comment