ছন্দিত বিচরণে
স্পন্দিত হৃদয়, যেন নিমেষেই
নির্জলা চিত্তে বহে সিক্ত প্রেমের ফল্গুধারা।
তব ভালোবাসার অবগুণ্ঠনে হারাই নিয়ত-
যেন শত সহস্র অব্দের মেটানো তৃষিত তৃপ্তি।
চাহনির গভীরে জমে থাকা অভিমান আজ
অনুরাগের পরশে দীপ্যমান প্রেম। স্পর্শের উন্মাদনায়
খুঁজে ফিরি নিজেকে, আবিষ্কার করি বিপ্লবী প্রেমিক।
আমাদের ভালোবাসায় অযুত বাস্তিল প্রাচীর
মুহূর্তেই তাসের ঘড় হে প্রিয়া! ট্রয়ের ট্র্যাজেডি নয়
আমাদের প্রেমে ধ্বনিত হোক মুক্তির বিজয় শ্লোগান।
সকালের কাঁচা রোদ কিংবা নির্মল গোধূলির মত
হৃদয়ে জড়িয়ে থাকুক প্রেম অপার্থিব, অম্লান ।
শিরোনামহীন হোক তবু হৃদয়ের সপ্তবর্ণে বর্ণীল।
নির্জলা চিত্তে বহে সিক্ত প্রেমের ফল্গুধারা।
তব ভালোবাসার অবগুণ্ঠনে হারাই নিয়ত-
যেন শত সহস্র অব্দের মেটানো তৃষিত তৃপ্তি।
চাহনির গভীরে জমে থাকা অভিমান আজ
অনুরাগের পরশে দীপ্যমান প্রেম। স্পর্শের উন্মাদনায়
খুঁজে ফিরি নিজেকে, আবিষ্কার করি বিপ্লবী প্রেমিক।
আমাদের ভালোবাসায় অযুত বাস্তিল প্রাচীর
মুহূর্তেই তাসের ঘড় হে প্রিয়া! ট্রয়ের ট্র্যাজেডি নয়
আমাদের প্রেমে ধ্বনিত হোক মুক্তির বিজয় শ্লোগান।
সকালের কাঁচা রোদ কিংবা নির্মল গোধূলির মত
হৃদয়ে জড়িয়ে থাকুক প্রেম অপার্থিব, অম্লান ।
শিরোনামহীন হোক তবু হৃদয়ের সপ্তবর্ণে বর্ণীল।
No comments:
Post a Comment