কেমন একটা নিঝুম
কষ্ট চাপা পড়ে আছে অনেক দিন
সময়ের দোলায় মাঝে
মাঝে বুকে চিনচিনে ব্যথা হয়ে
জানান দেয় তার
স্মৃতিময় উপস্থিতি।জলের মাঝে নিস্তরঙ্গতা
কিংবা নিবৃত ঝিমধরা আগুনের মতই নির্লিপ্ত সময়।
পেজ তুলোর মতো
উদীয়মান ব্যাথারা মাঝে মাঝেই
অধিকার বলে ভেসে
বেড়ায় চিত্তাকাশে ছড়িয়ে দিয়ে সব নীল।
বিসর্জন সে তো অমোঘ,
তবু অনন্ত অসিমতার ভিড়ে
হারিয়ে যাওয়া সেই
স্নেহের পরশ, সেই ছোঁয়া আর
কিছু রক্তিম বোধ-
অনুভূত হয় চিরন্তন নাড়ির টানে।
হে জননী আমার, কালের
হিংস্র থাবায় তুমি গিয়েছ
হারিয়ে অনন্ত
শুন্যতায়, চির না ফেরার প্রত্যয়ী ভুবনে!
স্নেহের স্নিগ্ধ
আবেশ ও তাই ছবি হয়ে ঝুলছে ওই স্থির দেয়ালে,
ব্যথায়, বিষাদের
অনন্ত শূন্যতায় স্মৃতির প্রচ্ছদে তুমি আজ ।
No comments:
Post a Comment