Tuesday, November 5, 2013

ক্লান্ত কবিতার যবনিকা

সবুজের কোলে শুয়ে আর স্বপ্ন দেখবে না কবি,
আর জেগে উঠবে না কবিতার প্রতিটি অক্ষরে অক্ষরে
গ্রথিত উন্মাদনা আর সৃজনের নন্দিত শব্দাবলী।
কোনো বরষায় বনলতাদের ভেজা শাড়ীতে সলজ্জ প্রকম্পন
আর ছবি হয়ে ধরা দেবেনা কবিতার শব্দ জুড়ে।

এখানকার আকাশ নীল হচ্ছে অস্ফুট বেদনার নীলে।
সেই স্বপ্ন- ঝরা পাতাদের নাচ মুছে গেছে কবেকার
নির্বোধ অতীতে। এখন শুধু পাতাই ঝরে আর গায়ে তার
শুষ্ক ফাটল, বছর বছরান্তের পিপাসায়।
পরে থাকে অবহেলায়, বোধের অসারতায় লীন।

ষোড়শীর দুরুদুরু বুকে আজ প্রেম-আকাংঙ্খা নেই,
আছে ভয়- ধর্ষকামীর ভয়ার্ত কালো হাতের।
তাই কবিতাও মুখ থুবড়ে পরে আছে -
অবহেলিত মোচড়ানো কাগজের বুকে
নোংরা গারবেজে...

যেখানে পরে আছে কবির নৈশব্দ যাতনা-
অবশেষে বুঝিলাম সীমার ওপারে শূন্যতায়,
সময়ের নির্মম নীরবতায়...
ক্লান্ত কবিতার যবনিকা।



No comments:

Post a Comment