Thursday, January 28, 2016

মুক্তিকে মাঝে মাঝে বিলাসিতা লাগে



এই শহুরে চেনা গলি, এই রৌদ্র স্নাত তপ্ত দুপুর
এই নাগরিক কোলাহলে ছুড়ে ছুড়ে যাওয়া শব্দরা সব
আমাকে নিংড়ে নিয়েছে শোষকের মত,
তৃষ্ণার্ত চাতকের মত খুঁজে ফিরেছি মুক্তির আভাস
চেনা গলি মুহূর্তেই অচেনা রূপে গোলকধাঁধায় ফেলে আমায়
চেনা সুরগুলো অভিমানে আড়ষ্ট হয়ে দুর্বোধ্য হয়। 

তপ্ত দুপুর কেড়ে নিয়েছে আমার গায়ে মেখে থাকা
স্নিগ্ধ ভোরের শিশির। একজোড়া নিমিলিত চোখে
স্বপ্নরা ক্রমেই বিবর্ণ হয়, পরিচিত বর্তমানের ধারাপাতে।
খোলসের আবরণে ঢাকা অন্ধকার প্রতারিত করে
আমার সত্তাকে । দিনশেষে আরও একটি অসার
সস্তা লেখা কবিতা হয়ে পরিচিতি পায়। 

এই শহুরে চেনা গলি, চেনা স্ট্রিট, নিত্যকার অটো রিকশা
আমায় বেঁধে ফেলে নিয়মের অমোঘ কারাগারে।
নিকোটিনের সর্পিল কুণ্ডলী উড়িয়ে যায় আশার ভস্ম,
শূন্য প্যাকেট নিষ্প্রাণ গড়াগড়ি খায় মেঝেতে। 
শ্লেষ , ঈর্ষা অভিমান, অনুযোগ কিংবা গাঢ় চুম্বন
নিত্যকার সময়কে আলোড়িত করে এখনো।
তবু কেমন যেন গভীর একটা ঘুমের মোহ যেন প্রতীক্ষায়,
মুক্তিকে মাঝে মাঝে বিলাসিতা লাগে।

Tuesday, January 26, 2016

অন্ধকার ২



তন্দ্রালু চোখের অবাধ্য ক্লান্তিকে প্রশ্রয় দিয়ে যখন ভারাক্রান্তির গাউন পরিধান করি,
তখন চেতনার বেলাভূমি ডুবে যায় অন্ধকারের মেঘপুঞ্জে।আহত চেতনার বক্ষফাটা হাহাকারে মুহুর্তেই
নিজের অস্তিত্ব অন্বেষণে ব্যস্ত হই।

দর্পণে আমার প্রতিবিম্ব আর
স্যাঁতসেঁতে বাথরুমের নি:সংগ টাওয়ালের মাঝে পার্থক্য পাওয়া দায়।

Sunday, January 24, 2016

সময়ের বিষাদময় ভস্মগুলি




গাঢ় রাত্রির নিথর মৌনতায় সেই সুর বাজে
যে সুর গ্রথিত রয়েছে অনন্তকাল স্মৃতিময় চিত্তের গহীনে,
কিছুটা বিষাদ কিছুটা প্রেমের সাক্ষ্য হয়ে আজো
হৃদয়ে লালিত অম্লান। পড়ন্ত বিকেলের গোধূলির আলিঙ্গনে
কিংবা শুভ্র ভোরের স্নিগ্ধ আবেশে কোমল সূর্য হয়ে প্রেম
ছুঁয়ে যেত হৃদয়ের প্রতিটি অঙ্গন, মাছরাঙার রঙ্গে কবিতা
জমত ঢের, কখনো রাত্রির নিঝুম একাকীত্ব ম্লান হত
তোমার উষ্ণ স্পর্শে, গোপন চাহনির অনিমেষ অভিসারে। 

আজ শুধু বিষাদটুকুই অবশিষ্ট আছে পুড়নো ঘাটের বুকে
সবুজাভ শ্যাওলার মত, কখন জড়িয়ে গেলাম ভুলের
অজানা অধ্যায়ে, নিজেকে সঁপে দিয়ে সময়ের সান্ত্বনায় ।
সময় আমাকে প্রেমিকার উষ্ণ ঠোঁটের প্রেমিক হতে দেয়নি,
বিষাদের তৃপ্ত অভিসারে কবি হয়েছি দুঃখ ফেরি করে। 

রাত্রি বাড়ে, নিকোটিন জড়ানো দীর্ঘশ্বাসগুলো আছড়ে পড়ে
রাত্রির বুকে, আরও একটি অন্ধকারে নিমজ্জনের অপেক্ষায়
নির্জন এই রাতে তুমি উষ্ণতা বিলিয়ে যেও বর্তমানকে,
আমি আর অ্যাশট্রে পড়ে থাকি হেলায়, বুকে জমা থাকুক
দগদগে ক্ষত আর সময়ের বিষাদময় ভস্মগুলি ।

Thursday, January 21, 2016

অনুরাগের অষ্টপ্রহর



দিগন্তে বিস্তৃত হোক ভালোবাসায় আবর্তিত কাব্যরা সব
প্রেমের শব্দাবলী দৃপ্ত আভায় সজীব হয়ে থাক বিশ্বময়।
তোমার ঘ্রানে তৃপ্ত হই, তোমার ছোঁয়ায় জীবন্ত হই
হাজার বছরের নিথর জড়তার অবসানে অনির্বাণ।
দীর্ঘশ্বাস ছিল যত হোকনা সে দীর্ঘ প্রেমের গল্প
অগণিত নিদ্রাহীন রজনী হতাশা নয়, যাপিত হোক
তোমার ঠোঁটের তৃপ্ত চুমোয়,অশান্ত কামনার উষ্ণ আলঙ্গনে।

সোনা রোদ গায়ে মেখে চড়া দুপুরেও এসো গেয়ে চলি  
আমাদের গান, পাছে পড়ে থাক অভিমান সব হেলায়।
আলোহীন গোধূলিও প্রেম আছে বলে এতো কাব্যময়।
প্রেম ছড়িয়ে জাক মিছিলে মিছিলে,রণ দুন্দুভিনাদে।
বিরাগের যবনিকা হোক আজই প্রেমের পুণ্য আভায়।  
আজ শুধু অনুরাগের অষ্টপ্রহর। অর্থ নয়, বিত্ত নয়
রাজনীতি নয়, প্রেম হোক সব চেয়ে দামি।

বেঁচে থাকার স্পৃহায় ছাপোষা জীবনে প্রেম হোক
প্রলেতারিয়েতের শেষ সম্বল। তাই তুমি আমি প্রামতুর আজি
অনুরাগের অষ্টপ্রহরে, ভালোবাসার গভীর দ্যোতনায়।

Monday, January 11, 2016

যাপিত জীবন মেলায়



বইছে সময়, ব্যস্ত জীবন ছুটছে কিসের টানে
সহসা কভু থমকে দাড়ায় অচেনা অভিমানে।  
ইচ্ছেরা তবু ভিড় করে আজো যাপিত জীবন মেলায়,
প্রাপ্তিরা সব মুছে গেছে হায় সময়ের অবহেলায়।
অসহায় প্রাণ দিন গুনে যায়, হিসেব মিলবে কবে!
শূন্য জীবন ভাসায়ে ভেলা ছুটে যায় নীরবে।