উল্লাসিত হই উদ্বেলিত হই উৎকণ্ঠিত হই
ভেসে যাই অমৃতসুখে প্রেমের ফল্গুধারায় ।
পাছে কিছু অভিমান আজ নাইবা পেল ঠাই
আমাদের রুদ্র প্রেমের সবুজ আঙিনায়।
পূর্ণতার এই ক্ষণে শূন্যতার গল্পগুলো
বাক্সবন্দী হয়ে থাক না আজ । ওবেলার
জন্য জমিয়ে রাখি সব, বলা তো যায় না
কোন বিচ্ছেদের গ্রাসে আবার যদি ওদের
সঙ্গী করে নিতে হয় বিষাদের নীল ছন্দে।
যতটা সময় কাছে পাই ভ্রান্তির আস্বাদ হোক
কিংবা অমৃতের ওপাশে বিষ, তাই শুষে নেই
প্রাণ ভরে, ওই ওষ্ঠের বিষ
আজ নাইবা
শঙ্কিত করুক অনলপ্রবাহের পূর্বাভাস হয়ে।
আমাদের চুমু মুহূর্তের জন্য হলেও সাক্ষ্য
দিক অপার উষ্ণতার, ছুঁয়ে যাই
অবিরাম
তোমার সমস্ত দেহ, যেমন করে জানি
দুঃখও
ছোঁবে আমায়, নিরালায়, সঙ্গোপনে।
তবু ভুলে যাই বিচ্ছেদের অদৃশ্য আহ্বান।
অমোঘ তবু, পান করি উৎকণ্ঠায়
তোমার আমার নিষিক্ত
প্রেমের গরল।