Saturday, May 30, 2015

ভালোবাসার ওপাশে


উল্লাসিত হই উদ্বেলিত হই উকণ্ঠিত হই
ভেসে যাই অমৃতসুখে প্রেমের ফল্গুধারায় ।
পাছে কিছু অভিমান আজ নাইবা পেল ঠাই
আমাদের রুদ্র প্রেমের সবুজ আঙিনায়।
পূর্ণতার এই ক্ষণে শূন্যতার গল্পগুলো
বাক্সবন্দী হয়ে থাক না আজ । ওবেলার
জন্য জমিয়ে রাখি সব, বলা তো যায় না
কোন বিচ্ছেদের গ্রাসে আবার যদি ওদের
সঙ্গী করে নিতে হয় বিষাদের নীল ছন্দে।
যতটা সময় কাছে পাই ভ্রান্তির আস্বাদ হোক
কিংবা অমৃতের ওপাশে বিষ, তাই শুষে নেই
প্রাণ ভরে, ওই ওষ্ঠের বিষ আজ নাইবা
শঙ্কিত করুক অনলপ্রবাহের পূর্বাভাস হয়ে।
আমাদের চুমু মুহূর্তের জন্য হলেও সাক্ষ্য
দিক অপার উষ্ণতার, ছুঁয়ে যাই অবিরাম
তোমার সমস্ত দেহ, যেমন করে জানি দুঃখও
ছোঁবে আমায়, নিরালায়, সঙ্গোপনে।
তবু ভুলে যাই বিচ্ছেদের অদৃশ্য আহ্বান।
অমোঘ তবু, পান করি উকণ্ঠায়
তোমার আমার  নিষিক্ত প্রেমের গরল।

Thursday, May 28, 2015

পরাজয়ের বিজয় উল্লাস


নিয়ন আলো আঁধারের বিলীন নয় বরং
জানান দেয় তার কুঞ্চিত উপস্থিতিতে
আঁধারের প্রকটটা। শব্দরাও আঁধারের প্রচ্ছদে
স্বপ্নের কবিতা বুনতে গিয়ে অশরীরী ভূতুড়ে
ভাবের আবাদে বেছে নেয় নৈরাশ্যের ছন্দ।
সিগারেটের সর্পিল ধোঁয়ায় জীবন্ত হয় আর্তি
কখনো স্বপ্ন ছিল, ছিল কোন সুহাসিনীর
উষ্ণ স্পর্শের মাদকতাময় অনুভূতি,
যেখানে আঁধার ছিল নতুন একটি ভোরের
প্রতীক্ষা মাত্র। আর কবিতায় ছন্দিত হতো
দ্রোহ আর প্রেমের স্পন্দিত ঝংকার।
শব্দগুচ্ছ হয়তো আজ অসার জলাভাবে
নেতিয়ে যাওয়া রক্তজবার মত, মাঝে কিছু
ছন্দ আবার সময়ের আঘাতে থেঁতলে গিয়ে
রক্তাক্ত। কিছু প্রেমানুভূতি আজ দুঃস্বপ্নেরই নীরব
রেফ্রিজারেটর । সস্তা কিছু দিনাতিপাত,
কয়েকটি ঝিঁঝিঁ পোকার কোরাস ধ্বনি যেন
হতাশার ক্রমাগত ঠোকর হয়ে দংশন করে কানে।
তুমি তো রয়েছ আজো উষ্ণ, হয়তো উদোম বক্ষে
ঘর্মাক্ত উত্তেজনায় আদিম সুখের দলিত বিছানায়
বুকে জড়িয়ে নিয়ে অপরিচিত তবু নিয়মের কাম।
কবিতা কবেই নিয়েছে ছুটি, ঠাই গুঁজেছে তার
মাসকাবারি ভাঙ্গারির স্তুপায়িত কাগজের দোকানে,
ঝালমুড়ি কিংবা হাফ কেজি চিনির ঠোঙ্গা
হবার প্রতীক্ষায় । বিপ্লবও তেমনই সাজানো থাক
স্মৃতির বক্ষে পরাজিত ইতিহাস হয়ে, প্রথার
বিকৃত হাসিতে অসহায় মুখ লুকোক সে গ্লানির লজ্জায়।
প্রতীক্ষায় থাকি আবারো অন্ধকার বিলাসের,
নীরব নৈরাশ্যে কয়েকটি কয়েকটি দুঃস্বপ্ন আলিঙ্গনে।
বারান্দায় তারের ঝুলুনিতে ঝুলে থাকা তাওয়ালের
গা বেয়ে ঝরতে থাকা বিন্দু বিন্দু জলের মতই
হৃদয় বেয়ে ঝরতে থাকে বিন্দু বিন্দু অদৃশ্য রক্ত
পরাজয়ের বিজয় উল্লাস।

Sunday, May 24, 2015

একটি স্যাটায়ার


হ্যাঁচকা টানে খুলল শাড়ি
আমরা সবাই দুষ্ট ভারি।
নারী সেতো স্বাদে চরম
দুষ্ট মোরা হই যে গরম।

তোমরা যাকে লাঞ্ছনা বল
আমি তারে বলি খেলা
ধর্ষণ আর নিপীড়ন বলে
কেন সারা কর বেলা!

আমরা পুরুষ পূর্ণ কামে
নারী তুমি কেন যাও বিধিবামে
মুক্তি নেই তো কর উপভোগ
শুনবে না কেউ কোন অনুযোগ।

যতই তুমি আর্তনাদে
কাঁদাও ধরা শত বিষাদে
দুনিয়া থাকবে নিরব দর্শক
উল্লাসে আমিই পিশাচ ধর্ষক

Wednesday, May 20, 2015

প্রজার কান্না


মুখ বুজে রই  চুপ করে সই
সত সত সব লাঞ্ছনা
দেশটি আমার লেশটিও নেই
ক্ষমতার প্রবঞ্চনা। 

রক্ত দামে প্রাণ নিলামে
এল প্রাণের মুক্তি
শাসন শোষণ পুষ্ট ভোজন
মহাজন করে চুক্তি।

আমরা শ্রমিক  পাই শত ধিক
নোংরা গায়ের ঘাম
রাজাগন আজ তুষ্ট ভীষণ
সুখক্ষণ অবিরাম।

আমার ঘামে  রক্ত দামে
ক্রীত যে স্বাধীনতা  
আমার হাড়ে  প্রাসাদ গড়ে
 মোর অধিকারে মৌনতা।

আমার থালায় অন্ন হেলায়
রাজার থলেটি পূর্ণ।
শোন হে তবে প্রজারাই রবে  
হবে তুমি রাজা চূর্ণ।