Tuesday, March 31, 2015

মৃত্যু মিছিল


কালচে রক্তের ছোপ ছোপ আল্পনা বুকে রাঙ্গিয়ে
সময় আজো মৃত্যু ফেরি করে ফেরে রাজপথে রাজপথে।
হরহামেশাই ঘোরাঘুরি করে খুনি, থলেতে বাড়ায় মৃত্যুর
সাংখ্যিক মান, এক, দুই, তিন তারপর আরও।
এখানে বসন্তের নব প্রভাতে উদ্ভাসিত হতে নেই
সবুজ নির্মল আভায়, বুলেটের ভয়ে নিষ্প্রাণ হওয়া শ্রেয়।

জ্যোস্না মানে স্বপ্নের স্ফীতি নয়, ফিকে হওয়া অন্ধকার।
তাই রাত্রির বুকেই মাথা গুঁজে লুকিয়ে থাক বিষাদ
মৃত্যুর স্তুপে স্তুপায়িত মৃত পরে থাক বোধ আর বিবেক।
কুড়বে নাকি? কুড়িয়ে রাখো মৃত বোধ, মমি করে পরে
জাদুঘরে শোভা পাবে সে, একদা মানুষের বোধ ছিল।

একদা মানুষ মুক্ত ভাবে বলার সাহস করেছিল সেই
বোধের তাড়নায়। অতঃপর সংস্কারের লৌহশেকলে
আবদ্ধ হয়ে আতঙ্কের প্রহর গোনা কে হচ্ছে এরপর
রাজিব, অভিজি অথবা ওয়াশিকুর, সবুজ প্রাণকে
ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত করে নিথর ফেলে
রাখা হয় নিঃশব্দ নিস্তব্ধ মর্গে, ব্যবচ্ছেদের প্রতীক্ষায়।
বাড়তে থাকে মৃত্যুর মিছিল, হাসতে থাকে অসভ্যতা।

Wednesday, March 25, 2015

শুধু মন এ দুজন



সারাক্ষণ শিহরণ
আনমন তনুমন
আবাহন বিচরণ
প্রতিক্ষণ সে স্বপন
মুঠোফোন আলাপন
সুবচন সযতন
তব মন যে আপন
প্রাণপণ জ্বালাতন
শুধু মন এ দুজন
বাতায়ন সমীরণ
সু সজন আজীবন।

একটি নিবিড় স্পর্শ



উদ্ভ্রান্ত বিকেলের চুয়ে পরা হলুদাভ আভায়
কিছু আধখেঁচড়া সপ্ন, কিছু নির্নিমেষ যাতনা
কিছু নিবৃত আস্ফালন, পাছে কিছু অনুক্ত কথন
পড়ে আছে হেলায় , অবিরাম সময়ের দ্যোতনায়।

কখনো বা কোন নিবিড় স্পর্শে হরষিত চিত্তে
ভালবাসার প্রগাঢ় রোমন্থন, মেঘময় বিকেলের
স্তব্ধ স্বরে প্রতীক্ষার দুঃসহনীয় প্রহর, স্মৃতির
প্রচ্ছদে অঙ্কিত আজ কাব্যসব, বিসর্জনের ব্যথা।
গোধূলিতে কাব্যস্নান আর প্রতিবাদের বিস্ফোরিত
শব্দাবলী, মৌনতায় কুণ্ঠিত আজ বিক্ষিপ্ত সময়ের গ্রাসে।

স্বপ্ন খেয়ার  দুরন্তপনায় বাধসাধে আলস্য
আজ তাই ক্লান্ত হয়ে হেঁটে হেঁটে খুঁজে ফেরা
স্মৃতির লাল নীল নুড়ি, একটি চেনা কণ্ঠ
ছন্দ মাখানো প্রেমের কয়েকটি কবিতা আর
একটি নিবিড় স্পর্শ, সময়ের বৃথা আস্ফালন।
দাপটে বিচরিত হয় বিসর্জনের ব্যথা।

Sunday, March 15, 2015

অভিশপ্ত সময়



সময়
সেতো নিরন্তর
বিদগ্ধ অন্তর
অনন্ত বিষাদময়।


জীবন
আঁধারের বুকে সে
কেঁদে কেঁদে অবশেষে
বেদনার প্রতিক্ষণ।


হাসি
গিয়েছে হারিয়ে কবে
দুহাত বাড়ায়ে যবে
যাতনা অবিনাশী।

স্বপ্ন
নেই তো সে হায়
কভু কোন তাড়নায়
অভিশপ্ত সব লগ্ন।