Thursday, January 22, 2015

সস্তা প্রেমের কাব্য

সেই মিথি,
ঘোর অমাবস্যায় জাগাইলে চন্দ্র তিথি
যেন তপ্ত মরুর বুকে শীতল ছায়াবীথি
লাবণ্য আভায় তুমি যেন স্নিগ্ধ যূথী।
স্বপ্ন সোপানে তুমিই যে প্রেম সারথি,
হে মিথি।

 
এই মিথি,
লাল সিঁদুরে শোভিত আজি তব সিঁথি।
জীবনে চলছে বয়ে শুভ্র  আলোকদুত্যি।
অম্লান হয়ে অন্য কারো চিত্ত সাথী
প্রেরণায় খেলে যায় আজি শুভ্র প্রভাতী
হে মিথি।

Tuesday, January 20, 2015

অভিমান



কণ্ঠটাকে চেপে
বলবো কথা মেপে!!
তেমনি তো তোর ভঙ্গী
একদা ছিলাম সঙ্গী।
এখন বেজায় ভাব
গর্বে যে সয়লাব
বন্ধু ছিলি তুই
চুপ করে তাই সই।
ইচ্ছে হলে দে আড়ি
আর যাবনা তোর বাড়ি।

Sunday, January 18, 2015

আবোল তাবোল



জ্বলছে আগুন দাউদাউ, ঝরছে অবিরত তাজা রক্ত
রাজপথ রাঙ্গিয়ে দিয়ে এ কোন স্বার্থের নেশায়
বারুদ আর লাশের গন্ধ মিলে মিশে একাকার আজ
পিশাচের হুংকার দিকে দিকে রক্তের পিপাসায়।

স্বপ্ন ভ্রষ্ট হয়ে আজো ছুটে চলি ব্যর্থ বিপ্লবের ডাকে
নষ্ট সময়কে সংগি করে ছুটে যাই নষ্ট চেতনায়।
চৈতালি দুপুরের তেজে এখন নিকষ রাতের নিরুত্তাপ
লুটিয়ে যাই নিমেষে আজ জীবন-মৃত্যুর মোহনায়।

পিশাচের দাঁত আজ বেজায় লাল, স্বপবাজের তাজা খুনে
সঙ্কটে মুখ ফিরাই, ক্ষমতার কাছে মাথা নুয়ে গা বাঁচাই
মনে হয় তাই পিছুটান সব ছেড়ে হিমু হয়ে যাই,
অবরোধে পোড়া বাসের আগুনে ধুম্র শলাকা জ্বালাই।

Tuesday, January 13, 2015

মুক্তির শ্মশান



এতটা চঞ্চল সময়ের দুর্বার হাওয়াতেও স্বপ্নীল হইনা আজ
কল্পনায় আজ পৌষমাখা জড়তা। মহাকালের ঘূর্ণি বাকে
বিদ্ধস্ত কায়ায় ক্লান্ত বসুধার অনির্ণেয় আর্তনাদ শুনি,
শুনে যাই নিভৃতে পদদলিত কৃষ্ণচূড়ার রক্তাক্ত কান্না।
তবুও পরে থাকি নিথর, ধ্বংসের অবলিলায় ঢের।
নিরন্তর চেতনার বিশ্বাসঘাতকতায় পরাস্ত হয় বিপ্লব
নিশীথে যন্ত্রণারা বেদম দুর্বার হয়, হয় অনিঃশেষ।
চেতনায় ছেয়ে যায় ক্লেদাক্ত ক্লান্তির জড়তা আর লৌকিক
আলস্য। এ শহর, অলিগলি বদলে যাচ্ছে ক্রমশ আর
বদলাচ্ছে মাথা উঁচু করে থাকা ওই কৃষ্ণচূড়ার গাছটিও।
শুধু বদলায় না তার আরক্তিম বোধ।
এখানকার সকাল গুলো এখন আর শ্লোগানে নয়, রাবিন্দ্রিক
সুরে নয় – যান্ত্রিক ঘড়ির অ্যালার্মে জেগে ওঠে ব্যস্ত রূপে।
প্রতিবাদ এখানে বখাটেপনা , কালে ভদ্রে দ্রোহও ডানা ঝাঁপটায়,
তবে চেতনায় নয় হালের বিগলিত ফ্যাশনে ।
সময়ের অতলান্তে পিষ্ট হয়ে নির্বিকার হয়ে আছে আজ
আর্ত বোধ শ্মশান গড়ে মুক্তির।

Tuesday, January 6, 2015

স্বপ্ন- ২

অধীর সব তাড়নারা খেয়া বেয়ে যায় নিরন্তর
নৈমিত্তিক কুণ্ঠার অবসানে, স্বপ্নিল বাসনার প্রভঞ্জনে
অনিকেত ভাবনার অবাদ্ধতায়, ছুটে চলে নিরবধি
অন্বেষণে, স্নিগ্ধ শিশিরের জল নয়তো মোহনীয় রুদ্র-বিকেল।
বিচ্যুত সময়ের রুক্ষ আচরণ মুছে যাক দৃপ্ততার মুখরতায়।