Tuesday, June 3, 2014

পৃথিবীর বয়স বেড়েছে ঢের

 
পৃথিবীর বয়স বেড়েছে ঢের
অন্ধকারের অতল নিমজ্জনে মুমূর্ষু সময়-
নিমেষে ধর্ষিতা হয় বারংবার অনাসৃষ্টির গ্রাসে,
দলিত মথিত ধূলিধূসরিত সময় লুটিয়ে পড়ে শক্তিহীন হয়ে
মুহূর্তেই অসহায় সম্ভ্রম  সপে দেয় নির্মম অসুরের হাতে ।
পৃথিবীর বয়স বেড়েছে ঢের, জরাগ্রস্থ হয়ে যযাতির দশা 
বার বার সময় প্রতারিত হয়েছে আশ্রয়হীন অষ্টাদশীর মতো
প্রতারক প্রেমিকের মিথ্যে স্বপ্নের অভীপ্সায়- 
ভোলগা থেকে গঙ্গা, অরোরা থেকে মিসিসিপি সর্বত্র। 
সময় ভ্রষ্ট হয় আর বসন্তরা জেগে ওঠে না আর -
ঝরা পাতার অবসানে নতুন পত্রপল্লবের সবুজ ঈর্ষায়। 
সময় আজ তার অন্তর্বাসও ধরে রাখতে পারেনি 
তাই জরাগ্রস্ত পৃথিবী শুনেছে লাঞ্ছিতের আর্তচিকার
অথচ চারিদিকে জয়জয়কার দেখেছে 
অন্ধকারের বিকট হাসির।সময়ের জারজ সন্তান সভ্যতারা 
তাই পিশাচ আরাধনায় মত্ত,পৃথিবী নির্বিকারে
তার শিরস্ত্রাণে বয়ে বেড়ায় নির্লজ্জতার  তিলক-
পৃথিবীর বয়স বেড়েছে ঢের।

No comments:

Post a Comment