ভাঙ্গন আসন্ন, অন্ধকারের রাশ উৎসব-
স্বপ্নের সমাধিতে নৈরাশ্যের ভার
নাগরিক অন্ধত্বে পথভ্রষ্ট হাজারো বঞ্চিত
এখানে বাতাসের গন্ধে দাসত্বের বিষ।
এখানে অন্তহীন প্রতিধ্বনিত হয়
ধর্ষিতার আর্ত- চিৎকার।
এখানে অন্ধকারের জাল বুনে যায়
নৈরাজ্যের হিংস্র হাত। তাই মুক্তির প্রণোদনা
এখানে বিলাসিতাময় বিলাপ।
ভাঙ্গন আসন্ন আজ। মূল্যবোধের ভাঙ্গন,
চেতনার দৃপ্ততার ভাঙ্গন, স্বাধিনতায় ভাঙ্গন,
প্রসূতির অকাল গর্ভপাতে রক্তের ভাঙ্গনের
মতো ভাঙ্গন, ছেয়ে যায় ধরা স্বার্থের বিসাক্ত
বাতাসে। একতা নয়, ঐক্যহীন তথাকথিত
ছিমছাম সুবাতাস গায়ে জড়িয়ে প্রতিনিয়ত
মানুষ পান করে যায় শৃঙ্খলের গড়ল।
ভাঙ্গন আসন্ন আজ । তাই অন্ধকার ডানা ঝাঁপটায়
হিংস্র বিকট উন্মত্ততায়।
নাগরিক অন্ধত্বে পথভ্রষ্ট হাজারো বঞ্চিত
এখানে বাতাসের গন্ধে দাসত্বের বিষ।
এখানে অন্তহীন প্রতিধ্বনিত হয়
ধর্ষিতার আর্ত- চিৎকার।
এখানে অন্ধকারের জাল বুনে যায়
নৈরাজ্যের হিংস্র হাত। তাই মুক্তির প্রণোদনা
এখানে বিলাসিতাময় বিলাপ।
ভাঙ্গন আসন্ন আজ। মূল্যবোধের ভাঙ্গন,
চেতনার দৃপ্ততার ভাঙ্গন, স্বাধিনতায় ভাঙ্গন,
প্রসূতির অকাল গর্ভপাতে রক্তের ভাঙ্গনের
মতো ভাঙ্গন, ছেয়ে যায় ধরা স্বার্থের বিসাক্ত
বাতাসে। একতা নয়, ঐক্যহীন তথাকথিত
ছিমছাম সুবাতাস গায়ে জড়িয়ে প্রতিনিয়ত
মানুষ পান করে যায় শৃঙ্খলের গড়ল।
ভাঙ্গন আসন্ন আজ । তাই অন্ধকার ডানা ঝাঁপটায়
হিংস্র বিকট উন্মত্ততায়।