বরষায় এই
শহর বৃষ্টিস্নাত নয়, চ্যাটচ্যাটে ক্লেদে মলিন
উন্মাদ
প্রেমিকের মুঠোফোনে ভালোবাসি আস্ফালনের মত
টুপটাপ
বৃষ্টি সঙ্গমে যায় ধুলিকার, পদদলিত লুটোপুটি।
এ শহর
সবুজাভ আভায় সস্তি নয়, ক্লান্ত হয় মন্থরতায়।
নীল
শাড়ির সুতী আবরণে ভেজা ছুটন্ত কায়ায় ঘরে ফেরার ডাক-
শব্দের বুননের
আড়ষ্ট ভাঁজে টেনে দেয়া সময়ের সীমারেখা।
এরপর
মেঘের মেদুরতায় রংতুলি আঁচর টানে রামধনুর
সহসা তাকে
ছুঁতে পারে সমাজবদ্ধ কাগুজে দস্তখতের লালিত শক্তি।
অবশিষ্ট
কালো রংটিই আমার আকাশের মেঘ,
শহুরে
রাস্তায় আবার বৃষ্টি হয়ে ঝরবার প্রতিক্ষায়,
ধূলীর
আলিঙ্গনে মলিন ক্লেদ হয়ে গড়াগড়ি করবে বলে।