থমকে থাকা
শব্দগুলো অনায়াসে গতিময় হয়
শশব্যস্ত ছোটে অনুরণিত স্বরের সমারোহ।
কত শত পরিব্রাজক ভাবনারা অনুসন্ধিৎসু
নিজেকে জানাই হল না তার, আর তো মানুষ!
তবু সে ছোটে দূর্বার , অনায়াসে অবিরাম
যে জীবনে অন্ধকার দেয় নাকো ছুটি এক মুহূর্ত
বিষণ্ণ চায়ের কাপে নীরব গোধূলি প্রতীক্ষায়
নিমজ্জনের অতলস্পর্শী আহ্বানে অন্ধকার ডাকে।
শব্দের গতিময়তা তবু নির্বাক নির্জনে হিম হয়
মর্গটা নির্বাক, ঠিক গত হওয়া জীবনেরই মত।
শশব্যস্ত ছোটে অনুরণিত স্বরের সমারোহ।
কত শত পরিব্রাজক ভাবনারা অনুসন্ধিৎসু
নিজেকে জানাই হল না তার, আর তো মানুষ!
তবু সে ছোটে দূর্বার , অনায়াসে অবিরাম
যে জীবনে অন্ধকার দেয় নাকো ছুটি এক মুহূর্ত
বিষণ্ণ চায়ের কাপে নীরব গোধূলি প্রতীক্ষায়
নিমজ্জনের অতলস্পর্শী আহ্বানে অন্ধকার ডাকে।
শব্দের গতিময়তা তবু নির্বাক নির্জনে হিম হয়
মর্গটা নির্বাক, ঠিক গত হওয়া জীবনেরই মত।