না আজ আর অভিমান
নেই,
সময়ের বিবর্ণ
আচ্ছাদনে অভিমান গুলো লালনীল প্রেমের রঙ হারিয়ে বোধহীন সাদাকালো নৈমিত্তিক সহজতা।
হয়ত আবেগগুলো ভালবাসার দীর্ণ অবসানে আজ ঘৃণায় লালিত। কামিত বিছানায় আজ নিরুত্তাপ
আবেগের গড়াগড়ি, নিস্তরঙ্গ অনুভূতি, মাঝে মাঝে শুধু দৈহিক নিয়মের প্রতিপালন। অধুনা
বসন্তের ফাল্গুনী মোহ জমে আছে কেবল জড় কিছু অক্ষর হয়ে স্মৃতির মলিন প্রচ্ছদে । প্রাত্যহিক জীবনবোধে আমরা লালন করে যাই প্রেমহীন
কিছু নির্ণীত নিয়ম।
হাজারো নিষ্প্রাণ
জড়তার ভিড়েও ঘৃণাটুকু মাঝে মাঝেই জীবন্ত হয়। না না, পাশের পাশের ফ্ল্যাটের
অষ্টাদশীর কোন বিষয় নেই কিংবা অফিসের বাচাল ছোঁকছোঁক করা জেই যুবকও নয়। জীবনের
আলিঙ্গনে স্বতন্ত্র কিছু আদর্শও আমাদের আছে। নেই কেবল সেই ফেলে আসা অভিমান, নির্ঘুম
যাতনা ভরা রাত্রিগুলো, উষ্ণ বিছানার উত্তাল কিংবা তুমিময় নতুন কোন কবিতা।
ছাপোষা জীবনে কবিতা
বড় কিছু নয়। প্রেমকে ছাপিয়ে নিরুত্তাপ ঔদাস্য তাই অমোঘ। বিক্ষিপ্ত শহুরে গলির মতই
ছড়িয়ে যায় সে। পদদলিত আধপোড়া সিগারেটের মত পিষ্ট হয় প্রেম, নিয়ত। প্রতিদিন সূর্য
ওঠে, জানালা দিয়ে উকি দেয় সকালের স্নিগ্ধ
রোদ। সেও আর নতুন কোন স্বপ্ন নয়, খুনসুটি নয়,গতানুগনিক জানান দেয় আরেকটি দিন
যাপনের।