Sunday, December 28, 2014

তিলোত্তমা




ধুলোমাখা সব কবিতার অক্ষরে আচমকা কফির কালো দাগ
কতশত হৃদয় নিংড়ানো ভালবাসাময় আকুতি হে তিলোত্তমা,
স্মৃতির বিগলিত আবহে হারায়- নিয়ত। সব কথা থেমে গেছে আজ। 
প্রসারিত শাড়ীর পাড় ছুঁয়ে গেছে আজ দূরবর্তী সময়ের তটিনী।
তিলোত্তমা, প্রগাঢ় যাতনা যারা অবাধ্য হয়ে জেগে উঠত তোমার
উষ্ণ ওষ্ঠের কামিত স্পর্শে, ধুলোমাখা কবিতায় সময়ের জড়তা আজ
তোমার নীল চোখের চাহনি আজ বিষাদের ছবি আঁকে অসীম শূন্যতায়।
আজো হেঁটে যাই আমরা অবিরাম, পথ গিয়েছে বেঁকে আজ খুঁজে নিয়ে
আপন গন্তব্য। বাসন্তী হাওয়া আজো বয়ে যায় আপন খেয়ালে, তবু
হে তিলোত্তমা, প্রদীপ্ত নই আজ। হয়তো আপন কক্ষপথে তুমিও
গুনছ বাসন্তী প্রহর, স্নিগ্ধ সময় তোমায় দিচ্ছে বাহবা নবসূচনার, হয়তো
অন্য কোনো সময়,  অন্য কারো অগোছালো দুমড়ানো বিছানায়।
তিলোত্তমা, কবিতার সব অক্ষর গুলো আজ তোমার স্মৃতির মতই মলিন।
কলমও তাই থেমে গেছে, স্বপ্নের আকাশ ছেয়ে গেছে বিষাদের কালোয়।
তিলোত্তমা, তোমায় নিয়ে সব কথা আজ এখানেই থেমে যাক।

Sunday, December 21, 2014

প্রস্থান



জানি হয়তো শেষ হবে এ পথচলা
থাকবে না পড়ে  মনের কোন এক কোণে
অস্ফুট কোনো জিজ্ঞাসা, গাঢ় কোনো অভিমান।
জানি হয়তো কবিতার চপল ছন্দে আর দুর্বার শব্দে
জেগে উঠবো না আর তোমার অষ্টাদশী বুকের স্পন্দন হয়ে।
থেমে যাবে সব, জানি স্মৃতির রোদেলা প্রান্তে জমবে
মেঘের বিস্মৃত ছায়া। হয়তো সময়ের আবরণে ঠাই মিলবে
নিছক উযাপনের নিয়ম মাপা দিনে, ক্ষুদ্র কোন আড্ডায়,
চায়ের পেয়ালায় অথবা সিগারেটের উদাসী ধোঁয়ায়।

কতনা অভিমানে ঘেরা হাজারো প্রশ্ন থমকে যাবে সব
গোধূলিতে মোহনীয়  মায়া নয়, খুঁজে যাই আঁধারের আহ্বান
এসেছিল যে স্নিগ্ধ ছোঁয়া মেখে, কল্পলোকের রঙিন আঙ্গিনায়
ভুলে ভরা কবিতার ছন্দে আর ভ্রান্তি জড়ানো গল্পের কুহকে
বিষাদের কালো রঙে ছাপিয়ে দিয়ে গেলো চিত্তকাননের সবুজ।
আবেগের উষ্ণতায় নয়, মোহাবিষ্ট আরক্তিতে নয়, আবেগঘন
প্রশ্বাসেও নয়, ভাবনায় তাই সাথী হলাম দীর্ঘশ্বাস হয়ে,
বিচ্ছেদের করুণ সুর যেন বিধৃত হল ভুবনময়।
প্রাণোচ্ছাসে নয়, বয়ে চলা নিরবধি নৈশব্দের থমথমে
নীলিমায়, প্রস্থানের শ্লেষ মাখা ডাকে।


Monday, December 8, 2014

স্বপ্ন সমাধি



আমরা স্বপ্ন দেখে ক্লান্ত হইনা
হই বিভ্রান্ত, প্রতিনিয়ত দণ্ডিত হই।
আমাদের স্বপ্ন চারন ভূমিতে সবুজ ঘাসের নয়,
পোড়া বারুদের বিকট গন্ধ, কল্পলোকের খেয়ায়
আজ দুর্নিবার আকাঙ্ক্ষা নয়,
আঘাত হানে নিবীর্যের লজ্জা।

আমাদের দ্রোহ তাই রক্তিম নয়, রক্তাক্ত
আমাদের বিজয়ের উল্লাস তাই ভ্রান্তির কুহকে
প্রতিধ্বনিত। বৈষম্য আমাদের অদৃষ্টের অলঙ্কার।
সহসা প্রতিবাদী গান, মুক্তির শ্লোগান
ইতিহাসের ঘূর্ণিপাকে জীবন্ত হয় বারবার।
মুক্তি মেলে না, স্রেফ শোষকের হাতবদল।

এই মাটি আমাদেরই রক্ত ঘামে উর্বর,
এই সমাজ আমাদেরই সম্ভ্রম বিসর্জনে বলীয়ান।
এ শহরের রাজপথের প্রতিটি আঙিনা
আমাদেরই দৃপ্ত মিছিলের দম্ভে সরগরম।
এই দেশের কৃষ্ণচুড়া আমাদেরই বুকের তাজা
খুন মেখে রক্তিম লাল; এখানে ভোরের সূর্য
আমাদের রক্ত মাখা চেতনা।


বিজয় আমাদের কাছে আজ ক্যালেন্ডারে মাপা
২৪ ঘণ্টার উসব আয়োজন বিশেষ।
জাতীয় পতাকার লাল সবুজ আজ চেতনায় নয়,
পত পত উড়ছে দামী গাড়ির সম্মুখে স্রেফ।
স্বপ্নের রঙ সবুজ হলেই ইতিহাসের কালো মেঘের মতো
লাঠিচার্জ আর কাঁদুনে গ্যাস তা ধূসর করে দেয়।
সংগ্রামের পথ ধরে আবার স্বপ্ন দেখি আমরা,
ক্লান্ত হইনা। বিভ্রান্ত হই, দণ্ডিত হই বারংবার।