Monday, May 26, 2014

রুদ্র সময়ের প্রতীক্ষায়




প্রেরণার অন্ধকারে নিমগ্ন বোধ রুদ্র সময়ের প্রতীক্ষায়
ফ্যাঁকাসে অনুভূতির নিমজ্জনে বর্ণীল আলোকময় স্বপ্ন পিপাসা,
যেন শত শত কোটি নির্ঘুম রজনীর অন্ধকার ভেদে 
নব আলোয় ধরিত্রী জেগে উঠবে আবার, বীজয়ের অহংকারে।
 শূন্য চিত্তের প্রতিটি অঙ্গন ভরে উঠবে আরেকবার
অঙ্গারময় দহনের  অবসানে, প্রেরণার তৃপ্ত আভার রুদ্রময়তায়,
হাজারো বিপ্লবীর দৃপ্ত কণ্ঠে উচ্চারিত হবে মুক্তির নিনাদ-.
শ্লোগানের বজ্রধ্বনিতে হবে দাসত্বের বস্ত্রহরণ।

 শোষিতের চোখে সরু অশ্রুরেখা বিভেদ গড়বে সময়ের,ব্যর্থ চল্লিশের
সন্ন্যাসিনী সবিতারা এবার সত্যের প্রাপ্তিতে বলে উঠবে পেয়েছি
শোষকের নয়,সময় এবার সারথি হবে শোষিতের,স্পৃহা হবে স্বপ্নের।
কেটে গেছে নিরবধি অনেক অপিরিমেয় যুগ, কুণ্ঠিত তন্দ্রায়- 
বয়ে গেছে চলিষ্ণু সময়-শোষকের হিংস্র ইচ্ছের দ্বিধাহীন নির্মমতায়
তবু সে সময় মুক্তির পিপাসার আজন্ম নীরব সাক্ষী।

Tuesday, May 20, 2014

আত্মবিস্মরণ


আজো ঐ ওষ্ঠের উষ্ণ চুম্বনে স্বপ্ন খেয়ায় জেগে ওঠে রঙের মিছিল,
আজো এই স্নিগ্ধ হাতের কোমল স্পর্শে প্রেম হয়ে ওঠে কামনার গড়ল।
তবু কোথাও এক তীব্র শূন্যতার বিষাদ, স্মৃতিবিলাপে আড়ষ্ট বক্ষতল
সময়ের বাঁকে  সে প্রেম আজ অন্য কোন হৃদ-অঙ্গনে উড়ন্ত গাংচিল।
এখন কবিতায় শুধু অন্ধকার আর বিভ্রান্ত রাত্রির নিত্য বিচরণ 
প্রতিটি অবসর  নিকোটিন জমানো ঘোরে নির্লিপ্ত নিষ্প্রাণ নিষাদ 
কবিতাগুচ্ছ সময়েরবিক্ষুব্ধ গ্রাসে খুঁজে নেয় ক্লান্তির অবসাদ-
হাজারো স্বপ্ন রচিত বক্ষে পরাজয়ের নিরন্তর রক্তক্ষরণ। 

এখনকার কবিতার রাত্রি জ্যোস্নাময় নয়, অমাবস্যার আঁধারে স্তব্ধ,
বাসন্তী  উন্মাদনা কভু ছুঁয়ে যায়না আজ কল্পলোকের নির্মেঘ বিকেল-
চিত্তকোণে ক্রমশ জমে ওঠে ছন্দহীন নৈরাশ্যের কুণ্ঠিত শব্দ।
সহসা করুণ আর্তিতে আহত চেতনাকে  গ্রাস করে আত্মবিস্মরণ
মুহূর্তেই সেই চপল কোটীর উচ্ছাস, সুডৌল বক্ষ আর স্নিগ্ধ হাসির উদ্বেল
বিস্মৃতিতে হারায় ধীরে, বেড়ে ওঠে আঁধারের কালো আবরণ।