ক্লান্ত কবির অনুভূতির বিবর্ণতা-
তবুও হায়, শব্দ বুনে যায়,
আবেগের খেয়ায়, স্বপ্নহীন বিবর্ণতায়...
ভালোবাসা সেথায় নৈশব্দের শব্দহীন ডানায়
নৈরাশ্যের বুকে উড্ডীয়মান ,
কবিতার অক্ষর জুড়ে ছন্দহীনতার ম্রিয়মাণ যাতনা।
ফেলে আসা গোধূলি ,
কালের ধুলোয় মুছে যাওয়া কিছু হাসি-
পাছে পড়ে থাকা নিকষ অভিমান।
মিছিল কিংবা দ্রোহ,
সবই সময়ের খেয়ালী অভিলাষ-
বর্তমানে যার অস্তিত্ব- উপহাসমাখা প্রতারিত অতীতের
ফ্রেমে।