মন্থর মন্থর-বুক কাপে থর থর,
রাজা আজ ভগবান,এইবুঝি গেল প্রাণ,
যমরাজ প্রস্তুত যদি ধরি কোনো খুঁত.
সব তাই সহে যাই মুখবুজে মার খাই
অসুরের ছলেবলে দেশ যাক রসাতলে
এই নিয়ে ভাবনা-আমাদের কাজ না
এরপর অবশেষে প্রানটাকে ভালোবেসে
আপসেই মেনে নেই
নিস্শেষ নির্দেশ,
রাজাদের স্বার্থের.
কেঁদে যায় নিরুপায়
মার খায় অসহায়.
রাজাদের থলেটা-ফুলে ফেপে টাটকা
মজুরের রক্তে বেড়ে ওঠে শক্তে
আমি ভাই ভিরু তাই
সব সই বোবা রই
এরপর অবশেষে প্রানটাকে ভালোবেসে
আপসেই মেনে নেই
নিস্শেষ নির্দেশ,
রাজাদের স্বার্থের.
কেঁদে যায় নিরুপায়
মার খায় অসহায়.
রাজাদের থলেটা-ফুলে ফেপে টাটকা
মজুরের রক্তে বেড়ে ওঠে শক্তে
আমি ভাই ভিরু তাই
সব সই বোবা রই
No comments:
Post a Comment