Tuesday, August 2, 2016

দু অক্ষরের পরিধি



এরপর আর নীলাভ আভায় নয়, তমসার অভেদ্য জালে নিয়ত জড়িয়ে যাওয়া আর পোড়া সিগারেটে উড়িয়ে দাও আক্ষেপের শ্বাস। এরপর আর কবিতা নয়, চারিদিকে শব্দ বুনে যাক অকথ্য সংলাপ। তাই প্রেমও আর চপলানন্দে
উদ্ভাসিত হয়ে সপ্তবর্ণে বর্ণীল নয়। ঘৃণা আর বিষাদের গ্রাসে ফ্যাঁকাসে বিবর্ণতায় গড়াগড়ি খায় অপ্রাপ্তির তাড়নে। নির্বাসিত ছন্দরা মুখ ফিরিয়ে নিক পাণ্ডুলিপির লোকালয় থেকে। পড়ন্ত বিকেলের কোমল রোদটুকু অগত্যা আবছা অন্ধকারে মুখ লুকাক। প্রেয়সীর শরত-শোভিত শরীর ক্ষতবিক্ষত হোক কুসিত লম্পটের নখের আঁচরে। শূন্যতা গ্রাস করুক সবুজের সতেজ কক্ষপথ। এসো তাই লালিত হোক আজ বোধের সীমাবদ্ধতা স্বারথপর আড়ম্বর । 
আমি তুমি আর বাকিরা চোখ বুজে সয়ে যাই অন্ধকার, জন্মান্ধ ভেবে। স্বপ্ন তো শুধু যুক্ত বর্ণের নিষ্প্রাণ সমন্বয়, দু অক্ষরের পরিধি।