স্বপ্ন সমাধিতে শুয়ে আছে
বিপ্লবী ব্রত।
বিপ্লব আজ ঝলসানো আগুনে আধপোড়া
শবদেহ
বীভৎসতাই দেখা যায়, ভেতরের যাতনা নয়।
সময়ের বহতায় আপোষকামী
চেতনার ললাট
লুটপুটি খায় স্বার্থের
পায়ে। নিমেষে নিমজ্জনে যাই
তুমি আমি আমরা। অগণন
ধুধু প্রান্তর
নিষ্প্রাণ পড়ে থাকে
সবুজের রঙ মেখে শুধু।
আকাশ বিক্ষিপ্ত লুটিয়ে
পড়ে বৃষ্টিভেজা শহুরে
ক্লেদাক্ত রাস্তায়, জনতার
কলরবে বিপ্লব জাগে
চায়ের কাপের উত্তালে, দু
একটি সেকেলে কবিতায়।