Tuesday, September 29, 2015

প্রেম আর দ্রোহে স্বপ্ন সাজাই


তোমার স্পর্শ মিলবে বলে  
কবিতারা সব প্রাণ নিয়ে আজ  
ছন্দ খেয়ার পেলো  নব সাজ
মুক্তির ডাক শব্দ দলে।

তোমার দেখা মিলবে আজি
শব্দরা তাই দৃপ্ত ছন্দে
প্রেমের কবিতা গড়ে আনন্দে
স্পর্ধিত প্রেমে মুক্ত কাব্যরাজী ।

তোমার কণ্ঠ শুনবো যে তাই
দ্রোহের সত্ত্বা  আজকে আমার
কাব্যে কাব্যে হল একাকার
প্রেম আর দ্রোহে স্বপ্ন সাজাই ।

তোমার আলোয় দীপ্ত হবো
সব হাতে হাতে আলোর মশাল
ছিন্ন হল আজ কুণ্ঠার জাল।
পরশে তোমার অম্লান হয়ে রবো।


Tuesday, September 15, 2015

নিয়ত পরাজয়ের সান্ত্বনা


জানি তবু ক্রমেই নিঃশেষ হয়ে চেতনার অঙ্গার
পড়ে রবে হেলায় সময়ের মলিন এক কোণে
অজস্র শব্দের আহত স্বর স্তব্ধতা ভেঙ্গেছে ঠিকই-
প্রাণে নয় অভিমানে, অনিয়ন্ত্রিত নীল যাতনায়।
শহরের তপ্ত হাওয়ায় স্বপ্ন নয়,
বিক্ষিপ্ত উড়ে বেড়ায় ভ্রান্তির কুহক ।
অবশিষ্ট কিছু নর্দমায় ডুবন্ত,
নয়ত শত শত পায়ের আঘাতে পিষ্ট
কোন আধপোড়া সিগারেট,
ভ্রান্তির আবেশে শব্দহীন নির্বাক।
পিশাচের আড়ম্বরে তাণ্ডব ধ্বংসের উত্তাল নৃত্য।
অগত্যা নিরুপায় পৃথিবী বয়ে বেড়ায় বিপন্ন সময়,
ভ্রমে আর ভ্রান্তিতে সংগ্রামের সমাধিতে কালের শ্যাওলা,
সান্ত্বনাই হয়তো আজ সহনের বিরল শক্তি।
হায় হেক্টর, হায় একিলিস।
দ্বন্দ্বে দ্বন্দ্বে বীরের হয় যবনিকা, নীরবে
সাক্ষ্য দিয়ে যায় অডিসি, আজ যার শেষটাও জয়ে নয়।
নিভৃত সত্ত্বায় সান্ত্বনা খোঁজে নিয়ত পরাজয়ের ।

প্রেমা


হে প্রেমী,
দেখেছ কি চেয়ে তব অন্তর্দৃষ্টে
ব্যথাতুর চিত্তের আস্টে পিস্টে
যাতনার ঘোরে আমি।

শোন হে প্রিয়া,
অবিনাশী যাতনায় পোড়ে হৃদ আজ 
তবু তোমা স্মরে যাই ভুলে সব লাজ
তুমি হে দুখ-জাগানিয়া!

ওহে তন্দ্রাহরনী
কতশত কবিতায় তুমি অদ্বিতীয়া
গীটারের সুরে সুরে অতুলনীয়া
তবু তব হেলা ভরা চাহনি!