দিচ্ছ বৃথাই সান্ত্বনা
চলছে ছলের মন্ত্রণা,
পাচ্ছে মানুষ যন্ত্রণা,
সইছে ভীষণ বঞ্চনা
করছে তোমার বন্দনা
তবে হে শাসক হোক জানা
মানুষ মোরা, যন্ত্র না
প্রতিবাদহীন মরবো না
শোকই শেষ দিগন্ত না,
উঠবো জেগে বুঝবে না
দুর্বার হয়ে, শান্ত না ।
ছলে মোরা বিভান্তনা ।
হই সাধারণ, দমবো না
সংখ্যায় মোরা কমতো না!
হই সাধারণ, দমবো না
সংখ্যায় মোরা কমতো না!