Thursday, November 27, 2014

জাগরণের সুর


দিচ্ছ বৃথাই সান্ত্বনা
চলছে ছলের মন্ত্রণা,
পাচ্ছে মানুষ যন্ত্রণা,
সইছে ভীষণ বঞ্চনা
করছে তোমার বন্দনা
তবে হে শাসক হোক জানা
মানুষ মোরা, যন্ত্র না
প্রতিবাদহীন মরবো না
শোকই শেষ দিগন্ত না,
উঠবো জেগে বুঝবে না
দুর্বার হয়ে, শান্ত না ।
ছলে মোরা বিভান্তনা ।
হই সাধারণ, দমবো না
সংখ্যায় মোরা কমতো না!



Sunday, November 9, 2014

সস্তা বিরহের কাব্য

নিষ্প্রভ অসারতাময় স্থবির ভাবনা তবু
নিমজ্জনের নিস্তব্ধতায় প্রকম্পিত হয় সহসা
কুয়াশাচ্ছন্ন বিমূর্ত উপলব্ধির অস্পষ্ট ভাষা
ভ্রান্তির অবগুণ্ঠনে আজ নির্লিপ্ত নিভুনিভু।

কবেকার সেই সস্তা প্রেমের তারনাময় দ্যুতি
নিরন্তর রাত্রি জাগা উদ্দিপ্ত ছন্দময় কাব্যের শতদল
শুভ্র ভোরের শিশির জড়ানো স্নিগ্ধ চপল পদযুগল
মহাকালের ক্রুদ্ধ প্রভঞ্জনে আজ বিষাদময় স্মৃতি।

সেই পুড়নো চিঠি আর শ্লেষমাখা সেই চেনা সুর
সেই কবিতার ছন্দে জীবন্ত তার উৎকণ্ঠিত উদ্বেল
চঞ্চল প্রাণের অকৃত্রিম উল্লাস মাখা স্নিগ্ধ বিকেল
প্রতিক্ষার অভিমানে ঘেরা তপ্ত ভরদুপুর ।

উড়ে যায় সুখের বুনোহাঁস নিরুদ্দেশ পথে সুদুরে
ঝরাপাতাদের স্তব্ধতা ছড়িয়ে যায় কবিতার ছন্দে ছন্দে
কবিতার বুকে বিষাদ,  স্মৃতি-বিস্মৃতির অনিমেষ দ্বন্দ্বে
সস্তা বিরহের কাব্য গড়ে ওঠে নীল বেদনার সুরে।