Wednesday, September 12, 2012

জাগরণী আওভানে

শব্দগুচ্ছ কথা বলুক নির্মলের ,
কন্ঠ আজ গান গেয়ে যাক সাম্যের .
উদ্যত হাত মুষ্ঠি গড়ুক বিপ্লবী স্লোগানের.
ঘুমন্ত মানুষ জেগে উঠুক ওই শোষক তাবেদার
আর নিপীড়িতের আজন্ম নিধনে.
শত বিপ্লবীর রক্ত মাখা মাটির উর্বরতা
 জন্ম দিক নবযুগের ক্ষুদিরাম।

মধ্যবিত্ত

মন্থর মন্থর-বুক কাপে থর থর,
রাজা আজ ভগবান,এইবুঝি গেল প্রাণ,
যমরাজ প্রস্তুত যদি ধরি কোনো খুঁত.
সব তাই সহে যাই মুখবুজে মার খাই
অসুরের ছলেবলে দেশ যাক রসাতলে
এই নিয়ে ভাবনা-আমাদের কাজ না
এরপর অবশেষে প্রানটাকে ভালোবেসে
আপসেই মেনে নেই
নিস্শেষ নির্দেশ,
রাজাদের স্বার্থের.
কেঁদে যায় নিরুপায়
মার খায় অসহায়.
রাজাদের থলেটা-ফুলে ফেপে টাটকা
মজুরের রক্তে বেড়ে ওঠে শক্তে
আমি ভাই ভিরু তাই
সব সই বোবা রই